খবর পেয়ে রোববার (২২ জানুয়ারি) বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন অভিযান চালিয়ে ফেরির টোল আদায়কারীকে জরিমানা করেন।
মোরেলগঞ্জ ঘাটে পারের অপেক্ষায় থাকা দূরপাল্লার বাস চালকেরা অভিযোগ করেন, ফেরি পারাপারে প্রতিটি যাত্রীবাহী বাসের জন্য ১০০-১৭০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেয়া হয়।
বিআরটিসি বাসের চালক আবুল কাসেম বংলানিউজকে বলেন, এক মাস হলো রায়েন্দা (শরণখোলা) থেকে ঢাকা পর্যন্ত আমাদের বাস সার্ভিস চালু হয়েছে। প্রতিদিনই এ রুটে চলতে হয়। মোরেলগঞ্জ ফেরিতে সব সময় নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি টাকা দিতে হয়। এছাড়া বাস প্রতি আরও ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বকশিস না দিলে গাড়ি পার করে না।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন বাংলানিউজকে বলেন, অভিযানকালে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোরেলগঞ্জ ফেরির টোল (খাজনা) আদায়কারী মো. আবুল কালাম সিকদারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেয়া হয়। একই সঙ্গে আগামীতে এমন অপরাধে না জড়ানোর জন্য সতর্ক করা হয় তাকে।
ফেরি পারাপারে অতিরিক্ত অর্থ আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন এ পথে যাতায়াতকারী গাড়ির মালিক ও চালকেরা।
বাংলাদেশ সময়: ০৬২৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
আরইউ/এসআই