ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নতুন কোচে তূর্ণা প্রভাতির উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
নতুন কোচে তূর্ণা প্রভাতির উদ্বোধন ঢাকা-চট্রগ্রাম রুটে তূর্ণা প্রভাতি এক্সপ্রেসের উদ্বোধন/ছবি: শোয়েব মিথুন

ঢাকা: ইন্দোনেশিয়া থেকে আনা নতুন লাল-সবুজ কোচ দিয়ে উদ্বোধন হলো ঢাকা-চট্রগ্রাম রুটের তূর্ণা প্রভাতি এক্সপ্রেসের। উদ্বোধনকালে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ঢাকা থেকে চট্রগ্রাম ডাবল লাইন হয়ে যাবে। লাকসাম-আখাউড়া শুধু বাকি আছে। আর ঢাকার যানযট নিরসনে সার্কুলার রেল চালু করতে যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল পৌনে ৮টায় পতাকা উড়িয়ে রেলমন্ত্রী ত‍ূর্ণা প্রভাতি এক্সপ্রেসের উদ্বোধন করেন।
তূর্ণা প্রভাতি এক্সপ্রেসের উদ্বোধন
এ সময় মুজিবুল হক বলেন, বঙ্গবন্ধু সেতুতে প্যারালাল আরেকটি সেতু নির্মাণ করা হবে।

অর্থায়ন পেলে ঢাকা থেকে চট্রগ্রাম বুলেট ট্রেন চালু করা হবে। ঢাকা থেকে বরিশাল ও বরিশাল থেকে পায়রা পর্যন্ত, আখাউড়া থেকে সিলেট পর্যন্ত ডুয়েল গেজ লাইন নির্মাণ করা হবে।

তিনি বলেন, ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ডাবল লাইন নির্মাণের জন্য শিগগিরই দরপত্র আহ্বান করা হবে। আর আগামী মার্চ মাসের শুরুর দিকে প্রধানমন্ত্রী দ্বিতীয় ভৈরব রেলসেতু ও আখাউড়া সেতুর উদ্বোধন করবেন।
তূর্ণা প্রভাতি এক্সপ্রেসের উদ্বোধন
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, রেললাইনের কোথাও বাঁশের ব্যবহার হয়নি। এটা অপপ্রচার। বাঁশ যেখানে দেওয়া হয়েছে সেটি রেললাইনের অংশ নয়। রেল এর উপর দিয়ে যায় না। রেলের কোনো লোড এর উপর পড়ে না।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এসএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।