সোমবার (২৩ জানুয়ারি) ভোর রাতে রাজীবপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭২ থেকে মাত্র ১০ গজ দূরে ভারতীয় ভূখণ্ডের ভেতর কালাইরচরপাড়ায় হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মৃত হাতিটিকে দেখতে ভোর থেকে দু’পারের শত শত উৎসুক মানুষ ওই এলাকায় ভিড় করছে।
রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কামরুল আলম বাদল বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রোববার (২২ জানুয়ারি) দিবাগত রাতে ভারত থেকে বন্য হাতির একটি পাল বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে ফসলি জমিতে তাণ্ডব চালায়। কয়েক ঘণ্টা পর হাতির পালটি সীমান্তের ওপারে ফিরে যায়। এক পর্যায়ে লোকজন গুলির শব্দ শুনতে পায়। হাতির পালটিতে ৫০টির মতো হাতি ছিল।
পরে সোমবার ভোরে স্থানীয় লোকজন সীমান্তরেখা থেকে ১০গজ দূরে একটি হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। হাতিটির
কান কাটা ও গলায় গুলির দাগ রয়েছে।
স্থানীয়দের ধারণা, হাতির পালটিকে তাড়ানোর জন্য সীমান্তের ওপার থেকেই গুলি করা হয়েছিল। সেই গুলিতে জখম হয়েই হাতিটির মৃত্যু হয়েছে।
৩৫ বিজিবির বালিয়ামারি কোম্পানি কমান্ডার সুবেদার এম মোর্শেদ হাতিটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাতিটি কীভাবে মারা গেছে সে ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
আরএ/জেএম