সোমবার (২৩ জানুয়ারি) রাজধানী ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত ‘জলবায়ু অর্থায়ন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রকল্প বাস্তবায়নে সুশাসন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা জানান টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, বিপন্নতার সঙ্গে সামঞ্জস্য রেখে তহবিল বরাদ্দ হচ্ছে না।
যেখানে ঝুঁকি বেশি সেখানে বরাদ্দ কম, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের কারনে পছন্দ মতো প্রকল্প নিয়ে বরাদ্দ বেশি করায় ক্ষতিগ্রস্তরা বঞ্চিত হচ্ছে। এতে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যহত হচ্ছে।
যেসব জায়গায় বিপন্নতা বেশি, সেখানে বরাদ্দ বাড়ানো এবং দক্ষ ও যোগ্য ব্যক্তিদের ট্রাস্টিবোর্ডে রাখার সুপারিশ করে তিনি।
টিআইবির চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, জলবায়ু পরিবর্তনের এ ঝুঁকি মোকাবেলায় এসব প্রকল্পে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। জনগণের সম্মতি ছাড়া নিজেদের মতো করে প্রকল্প নিলে তার সফল পাওয়া যাবে না।
সংবাদ সম্মেলনে টিআইবি প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় ট্রাস্টিবোর্ড পুনর্গঠন, তহবিল বৃদ্ধি, নীতিমালা পরিমার্জন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিসহ কয়েকটি সুপারিশ তুলে ধরেন।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এমএইচকে/জিপি/বিএস