ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুর্নীতি কমে দুই ধাপ অগ্রগতি বাংলাদেশের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
দুর্নীতি কমে দুই ধাপ অগ্রগতি বাংলাদেশের মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন প্রকাশ/ ছবি: রানা

ঢাকা: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক-২০১৬ অনুযায়ী দুর্নীতি কমে দুই ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের।

সূচকে বাংলাদেশের স্কোর ২৬। তালিকায় নিম্নক্রম অনুযায়ী ১৭৬ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫তম।

যা গত বছরে ১৬৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থা ছিল ১৩তম। টিআই’র সূচকে সোমালিয়া সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে ধানমন্ডিতে মাইডাস সেন্টারে এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছর একই স্কোর পেয়ে বাংলাদেশের সঙ্গে তালিকায় নিম্নক্রম অনুযায়ী পঞ্চদশ অবস্থানে সম্মিলিতভাবে আরও রয়েছে ক্যামেরুন, গাম্বিয়া, কেনিয়া, মাদারগাস্কা ও নিকারাগুয়া। এ বছর ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৪৫তম।

এর আগে ২০১৪ সালে ১৭৫টি দেশের মধ্য বাংলাদেশের অবস্থান ১৪তম, ২০১৩ সালে ১৬তম এবং ২০১২ সালে ১৩তম, ২০১১ সালে ১৩তম স্থানে ছিল।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ৯০ স্কোর পেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে যৌথভাবে অবস্থান করছে ডেনমার্ক ও নিউজিল্যান্ড। ৮৯ স্কোর পেয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড এবং তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন যার স্কোর ৮৮। ১০ স্কোর পেয়ে ২০১৬ সালে তালিকায় সর্বনিম্ম অবস্থানে রয়েছে সোমালিয়া।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল, ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারপারসন এম. হাফিজউদ্দিন খান, সদস্য সুমাইয়া খায়ের প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
ওএফ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।