বুধবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সুন্দরগঞ্জ) বিচারক মইনুল হাসান ইউসুব তার রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, ২৩ জানুয়ারি ভোর রাতে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের ধোপাডাঙ্গা এলাকা থেকে ডিস লিটনকে গ্রেফতার করে পুলিশ।
রেজাউল ইসলাম লিটন সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার)। এছাড়া তিনি ক্যাবল (ডিস) ব্যবসায়ী। তিনি সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র (কদমতলা) গ্রামের আবুল হাশেমের ছেলে।
কোর্ট পুলিশের পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, রেজাউল ইসলাম লিটনের সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। পরে বিচারক শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, লিটন হত্যা মামলায় রেজাউলকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের অনেক তথ্য পাওয়া গেছে। সে কারণে তার রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
আরএ