ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নাটোরে প্রশিক্ষণ কর্মসূচি উপলক্ষে সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৫, জানুয়ারি ২৫, ২০১৭
নাটোরে প্রশিক্ষণ কর্মসূচি উপলক্ষে সভা প্রশিক্ষণ কর্মসূচি সভা

নাটোর: নাটোরে স্যানিটেশন, খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তা অধিকার সম্পর্কিত সচেতনামূলক প্রশিক্ষণ কর্মসূচি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুজ্জামান ভুঁঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. সাইফুল আলম, ভোক্তা অধিকারের নাটোর অফিসের সহকারী পরিচালক ফারুক আহম্মেদ, স্যানিটারি ইন্সপেক্টর বজলুল করিম প্রমুখ।

এসময় জেলা প্রশাসক কর্মসূচিতে অংশ নেওয়া জেলার ৫০ জন হোটেল, বেকারি, মিষ্টান্ন প্রস্তুতকারক, বরফকল ও রেস্টুরেন্টের মালিকদের স্যানিটেশন, খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তা অধিকার সর্ম্পকে ধারণা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।