বঙ্গভবন থেকে মন্ত্রিপরিষদ বিভাগ এবং প্রধানমন্ত্রীর কাছে সার্চ কমিটির প্রস্তাবের সার-সংক্ষেপ আদান-প্রদানের মধ্যে বুধবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সাংবাদিকদের প্রশ্নের মুখে বলেন, এখনও অনেক কাজ বাকী।
আজকের মধ্যে গেজেট হওয়ার কোনো সম্ভাবনা আছে এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, না, এখনও কোনো সম্ভাবনা তৈরি হয়নি।
‘আমরা সামারি পাঠাবো পিএম’র কাছে, তারপর রাষ্ট্রপতির কাছে যাবে। ’
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি চূড়ান্ত অনুমোদনের পর সার্চ কমিটির গেজেট প্রকাশ করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
“আজকে পারবো কিনা জানিনা, আশা করছি…”, বলেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।
এদিন সকালে নির্বাচন কমিশন (ইসি) পুর্নগঠনে ৬ সদস্যের সার্চ কমিটি গঠনের প্রস্তাব করে এ সংক্রান্ত একটি চিঠি বঙ্গভবন থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।
সার্চ কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এমআইএইচ/এসএইচ