উপজেলার গট্টি ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামে বুধবার (২৫ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে কয়েক দফা সংঘর্ষের এই ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের শতাধিক বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।
জানা গেছে, গ্রাম্য দলাদলি নিয়ে দীর্ঘদিন ধরে কাঠালবাড়িয়া গ্রামের আবু মাতুব্বরের সঙ্গে প্রতিপক্ষ মিন্টু মিয়ার বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় আবুর সমর্থক ইউনুস শেখকে মারধর করেন মিন্টুর সমর্থকরা।
এরপর মিন্টুর কয়েকজন সমর্থকের দোকান-ঘর ও মোটরসাইকেল ভাঙচুর করেন আবুর সমর্থকরা। এ নিয়ে রাতভর উভয় দলের মধ্যে উত্তেজনা চলতে থাকে।
বুধবার সকাল থেকে বিকেলে পর্যন্ত উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের শতাধিক বসতঘরে ব্যাপক ভাঙচুর চালিয়ে লুটপাট চালানো হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন বলেন, গ্রামের পরিস্থিতি এখন শান্ত। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এএটি/আরআই