বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান জনাকীর্ণ আদালতে এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কাহালু উপজেলার উলট্ট গ্রামের আব্দুল মান্নান ওরফে ভাটা মান্নানের ছেলে জাকারিয়া ও ডালিম।
এদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা পলাতক রয়েছেন। অপরজনকে রায় ঘোষণার পর কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
বিকেলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নাসিমুল করিম হলি বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২০১২ সালের ৫ এপ্রিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাকারিয়া ও ডালিমের নেতৃত্বে কাহালু উপজেলার উলট্ট গ্রামের রফিকুল ইসলামের ছেলে স্কুলছাত্র নাইমুর ইসলামকে অপহরণ করা হয়।
পরে অপহরণকারীরা আব্দুল মান্নান ওরফে ভাটা মান্নানের মালিকানাধীন ইটখোলায় ওই স্কুলছাত্রকে পুড়িয়ে হত্যা করে। অপহরণের ৩-৪দিন পর পুলিশ ওই ইটখোলা থেকে নিহতের আগুনে পোড়ানো মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম ১০ এপ্রিল বাদী হয়ে কাহালু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ মামলা তদন্ত শেষে সাজাপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এমবিএইচ/এএটি/আরআই