বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ গেজেট প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।
সার্চ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ,সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শিরীণ আকতার।
বর্তমান নির্বাচন কমিশন গঠনের আগে গঠিত সার্চ কমিটিরও প্রধান ছিলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
গঠিত অনুসন্ধান কমিটি আগামী ১০ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ প্রণয়ন করবেন বলে সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদ।
তিনি বলেন, ‘নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির আলোচনার পরিপ্রেক্ষিতে এবং সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে নির্বাচন কমিশনগঠনের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করার জন্য রাষ্ট্রপতি একটি অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন’।
সার্চ কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
এর আগে, প্রধানমন্ত্রী এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেন। প্রধানমন্ত্রী স্বাক্ষর করার পর সেটি যায় বঙ্গভবনে। রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগে এলে গেজেট প্রকাশ করা হয়।
দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সার্চ কমিটি গঠনে প্রস্তাবের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠান।
মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়েছে, অনুসন্ধান কমিটি ন্যূনপক্ষে একজন নারীসহ প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সুপারিশ প্রদানের উদ্দেশে সভার উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিটি শূন্য পদের বিপরীতে দুইজন ব্যক্তির নাম সুপারিশ করিবে এবং সিদ্ধান্তের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী নির্ণায়ক সিদ্ধান্ত প্রদানের ক্ষমতা থাকবে।
ছয় সদস্যের অনুসন্ধান কমিটিতে তিন জন সদস্যের উপস্থিতে কোরাম গঠিত হবে বলে আদেশে জানানো হয়।
সকালে বঙ্গভবন থেকে মন্ত্রিপরিষদ বিভাগে সার্চ কমিটির নাম প্রস্তাব আকারে পাঠানো হয়।
সংবিধান অনুসারে, নতুন ইসি গঠন করবেন রাষ্ট্রপতি। এজন্য তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছেন।
গত বছরের ১৮ ডিসেম্বর বিএনপির মাধ্যমে এ সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। ১৮ জানুয়ারি পর্যন্ত ৩১টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে দলগুলো রাষ্ট্রপতির কাছে বিভিন্ন প্রস্তাব দেয়।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এমআইএইচ/পিসি/ এএসআর