ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কাউখালীতে ২০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৪, জানুয়ারি ২৮, ২০১৭
কাউখালীতে ২০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

পিরোজপুর: পিরোজপুরের কাউখালী উপজেলায় সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে দুই লাখ ৬০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর।

শনিবার (২৮ জানুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

জব্দকৃত জালের মধ্যে রয়েছে- দুই লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ১০ হাজার মিটার চরগড়া, দুইটি বাধা জাল।

জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য ২০ লাখ ৭৫ হাজার টাকা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাবনী চাকমার উপস্থিতিতে কাউখালী লঞ্চ ঘাটে মাঠে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের কন্টিজেন্ট কমান্ডার মো. আমির হোসেন বাংলানিউজকে জানান, উপকূলীয় নদ নদীতে জাটকা নিধন বন্ধে ১০ জানুয়ারি থেকে অভিযান শুরু হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এ অভিযান চলবে।

তিনি আরও জানান, কাউখালীসহ জেলার সন্ধ্যা, কঁচা ও কালিগঙ্গা নদীতে নিয়মিত অভিযান চলছে। এজন্য পিরোজপুরের স্বরূপকাঠীতে কোস্টগার্ডের একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।