ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কারাগারের পরিবেশ সন্তোষজনক: প্রধান বিচারপতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৩, জানুয়ারি ৩০, ২০১৭
কারাগারের পরিবেশ সন্তোষজনক: প্রধান বিচারপতি কেরানীগঞ্জ কারাগার পরিদর্শনে প্রধান বিচারপতি

কেরানীগঞ্জ থেকে: কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র সুমার ‍সিনহা।

সোমবার (৩০ জানুয়ারি) বেলা ১টা ৪০ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল সোয়া ৯টায় কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যান প্রধান বিচারপতি।

যাওয়ার সময় তিনি আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের প্রশংসা করেন।

এর আগে প্রধান বিচারপতি  বিচারাধীন ও দণ্ডপ্রাপ্ত মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা বন্দিদের ও তাদের মামলার ফাইল স্বচোখে দেখেন। যাদের দীর্ঘদিন ধরে বিচার হচ্ছে না তাদের মামলা শানাক্ত করে নোট নিয়ে যান। সেসবের দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

প্রধান বিচারপতি বলেন, আইজি প্রিজন আমাকে কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে কয়েদির সংখ্যা বেশির কথা জানিয়েছেন। তা আমলে নেওয়া হবে।

তিনি বলেন, এর আগেও কাশিমপুর কারাগারে গিয়েছিলাম। সেখানে বিনা বিচারে দীর্ঘদিন ধরে বন্দি রয়েছেন এমন কয়েদিদের মামলা নোট নিয়েছিলাম। সেসব নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হয়েছে। একইভাবে এখানেও খোঁজ খবর নিয়েছি।

আমার জন্য বিচারপতি হিসেবে সবচেয়ে মর্মান্তিক হবে যদি বিনা বিচারে কেউ কারাগারে থাকে। যদি তাদের আমরা বিচারের সুবিধা দিতে না পারি।

**‘বিনা বিচারে কেউ কারাগারে থাকলে আমার জন্য মর্মান্তিক’

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এজেডএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।