ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বগুড়া প্রেসক্লাবের নির্বাচনে মোজাম্মেল সভাপতি, আরিফ সম্পাদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, জানুয়ারি ৩১, ২০১৭
বগুড়া প্রেসক্লাবের নির্বাচনে মোজাম্মেল সভাপতি, আরিফ সম্পাদক

বগুড়া: বগুড়া প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক পদে আরিফ রেহমান নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন মিন্টু এ ফলাফল ঘোষণা করেন।

সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন জিয়া শাহীন ও আব্দুস সালাম বাবু।


 
সহ-সভাপতি পদে নির্বাচিত হলেন- যথাক্রমে জিয়া শাহীন, মীর্জা সেলিম রেজা, আব্দুস সালাম বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জিএম ছহির উদ্দিন সজল, নাজমুল হুদা নাসিম, কোষাধ্যক্ষ পদে আবুল কালাম আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এইচ আলিম, ক্রীড়া সম্পাদক পদে আমিনুল ইসলাম মুক্তা, পাঠাগার সম্পাদক পদে জাফর আহমেদ মিলন এবং নির্বাহী সদস্য পদে যথাক্রমে রেজাউল হাসান রানু, মীর সাজ্জাদ আলী সন্তোষ, আমজাদ হোসেন মিন্টু, মহসিন আলী রাজু, জেএম রউফ, তানসেন আলম, লিমন বাসার, সাজ্জাদ হোসেন পল্লব, সবুর আল মামুন ও দপ্তর সম্পাদক পদে শফিউল আযম কমল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কমিটির ব্যবস্থাপনায় প্রেসক্লাব মিলনায়তনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এমবিএইচ/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।