ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাংবাদিক ওবায়দুল মোকাদ্দেসের মৃত্যুবার্ষিকী রোববার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৩, ফেব্রুয়ারি ৪, ২০১৭
সাংবাদিক ওবায়দুল মোকাদ্দেসের মৃত্যুবার্ষিকী রোববার

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক ওবায়দুল মোকাদ্দেস চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী রোববার (৫ ফেব্রুয়ারি) প‍ালিত হবে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আত্মীয়-স্বজনদের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

এর আগে সাংবাদিক ওবায়দুল মোকাদ্দেস চৌধুরী ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে ডোমারের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরদিন দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের হাজিপাড়া গ্রামের নিজ বাড়িতে তাকে দাফন করা হয়।

তিনি ভোরের কাগজের সিনিয়র সহ সম্পাদক হিলালি ওয়াদুদ চৌধুরীর বাবা।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।