ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শিমুল হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৯, ফেব্রুয়ারি ৪, ২০১৭
শিমুল হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন শিমুল হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

বান্দরবান: সিরাজগঞ্জের দৈনিক সমকালের সাংবাদিক আবদুল হাকিম শিমুলকে হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাব চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, সিনিয়র সাংবাদিক ও মাসিক চিম্বুক পত্রিকার সম্পাদক মো. বাদশা মিঞা মাস্টার, চ্যানেল টোয়েন্টিফোর প্রতিনিধি ফরিদুল আলম সুমন, এনটিভি প্রতিনিধি আলাউদ্দীন শাহরিয়ার, সমকাল প্রতিনিধি উজ্জল তঞ্চংগ্যা, অবজারভার প্রতিনিধি রফিকুল আলম মামুন, আরটিভি প্রতিনিধি শাফায়েত হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।