ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সুরঞ্জিত সেনগুপ্তের ‘শেষ ইচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৫, ফেব্রুয়ারি ৫, ২০১৭
সুরঞ্জিত সেনগুপ্তের ‘শেষ ইচ্ছে’  সুরঞ্জিত সেনগুপ্ত (ফাইল ফটো)

ঢাকা: বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের শেষ ইচ্ছে ছিল তাকে যেনো চন্দন কাঠ দিয়ে দাহ করা হয়।

রোববার (০৫ ফেব্রুয়ারি) সকালে ঝিগাতলার বাসায় বাংলানিউজকে এমনটাই জানালেন সদ্য মারা যাওয়া সুরঞ্জিত সেনগুপ্তের খালাতো ভাই জয়ন্ত সেনগুপ্ত।

তিনি বলেন, মারা যাবার আগে তিনি তার বন্ধুবান্ধব, আত্মীয়দের প্রায় সময়ই বলতেন তাকে যেন চন্দন কাঠ দিয়ে দাহ করা হয়।

চন্দন কাঠতো বেশি পরিমানে পাওয়া যায় না। তাই তার বন্ধুসহ পরিবারের লোকেরা সবাই চন্দন কাঠের সন্ধান করছি। এজন্য সিলেটেও ফোন করা হয়েছে।

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর রাত ৪টা ২৪ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন সুরঞ্জিত সেনগুপ্ত।
 
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এমএইচকে/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।