ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সুরঞ্জিতের মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৬, ফেব্রুয়ারি ৫, ২০১৭
সুরঞ্জিতের মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক

ঢাকা: সিনিয়র পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত’র মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

রোববার (০৫ ফেব্রুয়ারি) ডেপুটি স্পিকারের কার্যালয় থেকে পাঠানো শোকবার্তায় ডেপুটি স্পিকার বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত একজন দক্ষ পার্লামেন্টারিয়ান, আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ এবং বলিষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন মহান রাজনীতিবিদকে হারালো।


 
তার মৃত্যুতে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে। এ ক্ষতি পূরণ হবার নয়। ডেপুটি স্পিকার প্রয়াত এ নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।  

এর আগে, রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (০৫ ফেব্রুয়ারি) ভোর রাত ৪টা ২৪ মিনিটে মৃত্যুবরণ করেন সুরঞ্জিত সেনগুপ্তর।
 
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসএম/আরআইএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।