ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কা‌জের মন্ত্রী হ‌তে চাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩২, ফেব্রুয়ারি ৭, ২০১৭
কা‌জের মন্ত্রী হ‌তে চাই প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে রাখছেন সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের/ ছবি: বাংলানিউজ

ঢাকা: ‘মন্ত্রী হয়ে‌ছি বলে ঘু‌মিয়ে থাকবো, ঘরে বসে আর মঞ্চে থাকবো, তা হয় না। আ‌মি রাস্তার মন্ত্রী, প্র্যাক‌টিক্যালি কাজের মন্ত্রী হতে চাই’ এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৭ ফেব্রুয়া‌রি) বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ব‌বিদ্যালয়ে দুই‌দিন ব্যা‌পী সি‌ভিল ফেস্টের সমাপনী‌ অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, সরকারের সামনে সময় খুবই কম।

কিন্তু কাজ বে‌শি। বাংলাদেশে ব্যস্ত মন্ত্রী এক‌টি কমন শব্দ। সব মন্ত্রীরা এতো ব্যস্ততা দেখান এবং ব্যস্ত থাকেন যে তাদের নিয়ে 'ব্যস্ত মন্ত্রী' নাটক হওয়া দরকার।

এ সময় তি‌নি প্রশ্ন রেখে বলেন, মন্ত্রী কি শু‌য়ে আর বসে সময় কাটাবে? মন্ত্রী হয়ে‌ছি রাস্তার। ঘুমিয়ে থাকবো ঘরে, বসে থাকবো মঞ্চে, তা হয় না। আ‌মি প্র্যাটিকালি কাজের মন্ত্রী হতে চাই।

প‌রিশ্রমের বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, 'আমাকে সবাই বলে সফল মন্ত্রী। কিন্তু আ‌মি যখন চোখের সামনে যানজটের লম্বা লাইনে বাসের ম‌ধ্যে বৃদ্ধ লোকের অসহায় চোখের দিকে তাকাই। অথবা সন্তানকে কোলে কোনো মাকে যানজটে আটকে থাকতে দে‌খি। তখন নিজেকে সফল মনে ক‌রি না। '

‘সড়কে শৃঙ্খলা ফি‌রিয়ে আনাই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমার চোখের সামনে মা‌ছির মতো মানুষ মরছে। এখনো রাস্তায় বেপরোয়া গা‌ড়ি চলছে। নিয়ন্ত্র‌ণে আনতে পা‌রিনি। এ কারণে আ‌মি নিজেকে সফল বলতে পা‌রি না। ’

নর্থ সাউথ বিশ্ব‌বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ‌তিকুল ইসলামের সভাপ‌তিত্বে আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রা‌স্টিজের চেয়ারম্যান আ‌জিম উ‌দ্দিন আহমেদ, বোর্ড অব ট্রা‌স্টিজের সদস্য বেনজীর আহমেদ প্রমুখ।

দুই‌দিন ব্যা‌পী এ সি‌ভিল ফেস্টে সি‌ভিল ই‌ঞ্জি‌নিয়ারদের কর্মক্ষেত্র, কাজ ও সম্ভাবনা নিয়ে আলোচনা ও সে‌মিনার অনু‌ষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এসএ/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।