ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কাহালুতে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩১, ফেব্রুয়ারি ৮, ২০১৭
কাহালুতে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত মানচিত্র

বগুড়া: বগুড়ার কাহালুতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছেন। এ সময় আরও দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। নিহত দু’জন হলেন- দুলাল ও ইব্রাহিম এবং আহত দু’জন হলেন – মোজাম ও ইয়াকুব।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে উপজেলার পাঁচপীর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ডাকাতদের হেফাজতে থাকা একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার সকাল ৭টার দিকে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বাংলানিউজকে বিষয়টিকে জানান।

তিনি জানান, আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা ডাকািতর প্রস্তুতি নিচ্ছিলো। এমন খবর পেয়ে সেখানে অভিযানে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুই ডাকাত নিহত হন। ঘটনাস্থল থেকে অপর দুই ডাকাতকে আহত অবস্থায় আটক করা হয়েছে।

আহত দুই ডাকাতকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান ওসি নূরে আলম।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ০৮, ২০১৭/ আপডেট: ০৯১৫ ঘণ্টা
এমবিএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।