ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বেনাপোলে হেরোইন ও ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০২, ফেব্রুয়ারি ৮, ২০১৭
বেনাপোলে হেরোইন ও ইয়াবাসহ আটক ২

বেনাপোল (যশোর): বেনাপোল বন্দর এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যবসায়ীরা হলেন-যশোরের নওয়াপাড়ার বুইকারা ধোপাপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে ফরহাদ হোসেন (৩৪) ও টাঙ্গাইলের দেলদোয়ার সদর এলাকার সানোয়ার হোসেনের ছেলে শাহিনুর রহমান (৩৩)।


 
পুলিশ জানান, সন্দেহজনক ঘোরাঘুরির জন্য ওই দুই যুবককে আটক করে তাদের শরীর তল্লাশি করলে ফরহাদের কাছ থেকে হেরোইন ও শাহিনুরের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে ত‍াদের আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপপরিদর্শক  (এএসআই) মতিয়ার রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি, ২০১৭
এজেডএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।