ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

না'গঞ্জে পরিচয়হীন ৮ বছরের শিশু উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩৯, ফেব্রুয়ারি ৮, ২০১৭
না'গঞ্জে পরিচয়হীন ৮ বছরের শিশু উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে একটি পরিচয়হীন কন্যা শিশু (৮) উদ্ধার হয়েছে। মেয়েটি তার পরিচয় সম্পর্কে কিছু বলতে না পারলেও সে কক্সবাজার থেকে কমলাপুর হয়ে নারায়ণগঞ্জ এসেছে বলে জানিয়েছে। এর বেশি কিছু বলতে পারছে না সে।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফতুল্লা রেল স্টেশন থেকে তাকে উদ্ধার করা হয়।

শিশুটিকে বর্তমানে নারায়ণগঞ্জের কিল্লারপুলে বিবি মরিয়ম স্কুল সংলগ্ন এতিমখানায় রাখা রয়েছে।

মেয়েটির পরিচিত কেউ থাকলে ওই এতিমখানা এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।