ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

‘নতুন ইসি জনমতের প্রতিফলন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৪, ফেব্রুয়ারি ৮, ২০১৭
‘নতুন ইসি জনমতের প্রতিফলন’ সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন ওবায়দুল কাদের-ছবি-কাশেম হারুন

ঢাকা: নতুন নির্বাচন কমিশন (ইসি) জনমতের প্রতিফলন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে হোটেল লা মেরিডিয়ানে শীতলক্ষ্যা সেতু নির্মাণ প্রকল্প (নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ৩য় শীতলক্ষ্যা ব্রিজ প্রকল্প) বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, সাবেক ইসি, নাগরিক সমাজ, মিডিয়া ও সিভিল সোসাইটি নতুন নির্বাচন কমিশন নিয়ে মন্তব্য করেছেন।

তাদের মন্তব্যে এটাই মনে হয়েছে যে, নতুন নির্বাচন কমিশন (ইসি) জনমতের প্রতিফলন।

নতুন ইসি’র অবয়বটা ভালো বলে জানিয়েছেন সবাই। এখন কাজ দেখতে হবে। আমি আশা করি, নতুন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করবে, যোগ করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির মনোভাব যদি হয় ‘মানি না, মানবো না’ তাহলে আমাদের কিছু করার নেই। পাঁচজনকেই তাদের পছন্দ অনুযায়ী দেওয়া হলেও তারা সন্দেহ করবেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে। তারা ভালো করেই জানে আগামী নির্বাচনে অংশ না নিলে তারা আরও দুর্বল হয়ে পড়বে।

শীতলক্ষ্যা সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রকল্প সম্পর্কে সেতুমন্ত্রী বলেন, প্রকল্পটিতে ব্যয় হবে ৪৪৮ কোটি টাকা। চলতি বছরের মার্চ মাস থেকে ২০২০ সালের মার্চ মাস মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

এদিন সড়ক ও জনপদ অধিদফতর আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের সড়ক ও মহাসড়ক বিভাগের সঙ্গে চীনের সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ ও সৌদি ফান্ড ডেভেলপমেন্টের অর্থায়নে প্রকল্পটিতে বাংলাদেশের পক্ষে সড়ক ও জনপদ অধিদফতরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান এবং নির্মাণ প্রতিষ্ঠান সিনোহাইড্রো’র ভাইস প্রেসিডেন্ট নিউ লিউ শান চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭

এমএইচকে/আরআর/এটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।