ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শার্শায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৮, ফেব্রুয়ারি ৮, ২০১৭
শার্শায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার বসতপুর এলাকায় ট্রাকের ধাক্কায় আশানুর রহমান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন অপর আরোহী আব্দুল্লাহ (২৬)।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বাগআঁচড়া-বসন্তপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক শার্শার গোঁগা গ্রামের আলাউদ্দিনের ছেলে।

আহত আব্দুল্লাহ একই গ্রামের আজিবারের ছেলে। তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সকালে আশানুর ও আব্দুল্লাহ মোটরসাইকেলে করে শার্শার গোঁগা বাজার থেকে বাগাআঁচড়া বাজারে যাচ্ছিলেন। পথে বসতপুর এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আশানুর মারা যান।  

শার্শার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এজেডএইচ/এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।