ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

লক্ষ্মীপুরে জব্দ ৫০ মণ জাটকা অসহায়দের মধ্যে বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৪, ফেব্রুয়ারি ৮, ২০১৭
লক্ষ্মীপুরে জব্দ ৫০ মণ জাটকা অসহায়দের মধ্যে বিতরণ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় জব্দ করা এক ট্রাক (প্রায় ৫০ মণ) জাটকা ইলিশ বিভিন্ন এতিমখানা ও স্থানীয় অসহায়দের মধ্যে বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শফি কামাল উপস্থিত থেকে মাছগুলো বিতরণ করেন।

এর আগে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে রামগতির পৌর আশ্রম এলাকা থেকে জাটকাগুলো জব্দ করা হয়েছে।

নিষেধ না মেনে জাটকা ধরার অপরাধে এ সময় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে, জানায় পুলিশ।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার মেঘনা নদী থেকে ধরে ট্রাক বোঝাই জাটকা ঢাকায় নেওয়ার সময় জাটকাগুলো জব্দ করা হয়। এ সময় আটক ব্যক্তির বিরুদ্ধে আইন‍ানুগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।