ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে মাদক সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৬, ফেব্রুয়ারি ৮, ২০১৭
সৈয়দপুরে মাদক সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে মাদক সেবনের অপরাধে আজাদ (২৬) নামে এক যুবককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুব উল আলম এ দণ্ডাদেশ দেন। আজাদ সৈয়দপুরের কয়াগোলাহাট এলাকায় থাকেন।

তার বাবার নাম জানা যায়নি।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তাজউদ্দিন বাংলানিউজকে জানান, সকালে শহরের গোলাহাট এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের সময় আজাদকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।