ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ছাগলনাইয়ার আ’লীগ নেতা ফয়েজ আহমদ আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৮, ফেব্রুয়ারি ৮, ২০১৭
ছাগলনাইয়ার আ’লীগ নেতা ফয়েজ আহমদ আর নেই

ফেনী: ফেনীর ছাগলনাইয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা ফয়েজ আহমদ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে তিনি ছাগলনাইয়া পৌর শহরের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

তিনি ৪ ছেলে ১ মে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বর্ষীয়ান এ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিনসহ ফেনীর বিশিষ্টজনেরা।
এদিকে, তার মৃত্যুতে ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, কালোব্যাচ ধারণ ও শোক সভা।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বুধবার সকালে দলীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন।

বুধবার বিকেল ৫টায় ছাগলনাইয়া মডেল পাইলট হাইস্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পৌরসভার কাছে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।