ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫০, ফেব্রুয়ারি ৮, ২০১৭
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

ঢাকা: রাজধানীর শ্যামপুরে ১৩ বছর বয়সের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মীর সেলিম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে দেড়টার দিকে ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে শ্যামপুর থানা পুলিশ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধর্ষণের ঘটনা ঘটলেও পারিবারিক সূত্রে জানা যায় বুধবার।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আবদুর রাজ্জাক বাংলানিউজকে জানান, ওই প্রতিবন্ধী কিশোরী তার পরিবারের সঙ্গে শ্যামপুর এলাকায় বাস করে। ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিযুক্ত সেলিম নামে তাদের বাসায় গিয়ে ওই কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করে কিশোরীর পরিবার। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেছে বলেও জানান আবদুর রাজ্জাক।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এজেডএস/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।