ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাজীপুরে ২ কারখানাকে ১৬ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৬, ফেব্রুয়ারি ৮, ২০১৭
গাজীপুরে ২ কারখানাকে ১৬ লাখ টাকা জরিমানা

গাজীপুর: গাজীপুরে তুরাগ নদ দূষণের দায়ে দুই কারখানাকে ১৫ লাখ ৮৯ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। কারখানা দু’টি হলো- এ এ পাওয়ার জেনারেশন এবং মেঘনা নিট কম্পোজিট লিমিটেড।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে ওই দুই কারখানার মালিক/প্রতিনিধিকে পরিবেশ অধিদফতরে (সদর দপ্তরে) তলব করে এ জরিমানা করা হয়।

পরে অধিদফতরের সহকারী পরিচালক মো. মোজাহিদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর ঢাকায় শুনানিতে তলব করেন। এসময় অপরিশোধিত অবস্থায় সরাসরি তুরাগ নদে ক্ষতিকর তরল বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করার দায়ে এ এ পাওয়ার জেনারেশনকে ৫ লাখ ২৫ হাজার টাকা এবং মেঘনা নিট কম্পোজিট লিমিটেডকে ১০ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
আরএস/ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।