ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বস্তার নিচে চাপা পড়ে হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৩, ফেব্রুয়ারি ৯, ২০১৭
বস্তার নিচে চাপা পড়ে হেলপার নিহত

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুর পূর্ব সংযোগ মহাসড়কে মুরগির খাদ্যের বস্তার নিচে চাপা পড়ে বাদশা (২২) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার যোগার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাদশা সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনী মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে এবং সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য।

সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নামদার আলী বাংলানিউজকে জানান, সন্ধ্যায় ট্রাকটি সিরাজগঞ্জ থেকে মাল বোঝাই করে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে এলে ট্রাকের মালামালগুলো পেছন দিকে ঝুকে পড়ে। ট্রাকটি থামিয়ে পুনরায় বস্তাগুলো সাজানোর সময় ওই বস্তার নিচে চাপা পড়ে হেলপার বাদশা ঘটনাস্থলেই মারা যান।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখের আলী বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার বিষয়টি আমাদের জানা নেই।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ