ঢাকা, রবিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কমলনগরে ২ মাদকসেবীর জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২২, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
কমলনগরে ২ মাদকসেবীর জরিমানা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মাদক সেবনের দায়ে দুই যুবককে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এ জরিমানা করেন।

অর্থদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- কমলনগর উপজেলার ফলকন গ্রামের উত্তল চন্দ্র দাসের ছেলে রনি চন্দ্র দাস (২৭) ও চর জাঙ্গালিয়া গ্রামের সঞ্চয় সীল।

ইউএনও মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বাংলানিউজকে জানান, সকালে হাজিরহাট বাজারের তালপট্টি এলাকায় মাদকসেবীরা ইয়াবা সেবন করছেন, এমন খবরের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় হাতেনাতে তাদের আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে প্রত্যেককে দুই হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।