শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এ জরিমানা করেন।
অর্থদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- কমলনগর উপজেলার ফলকন গ্রামের উত্তল চন্দ্র দাসের ছেলে রনি চন্দ্র দাস (২৭) ও চর জাঙ্গালিয়া গ্রামের সঞ্চয় সীল।
ইউএনও মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বাংলানিউজকে জানান, সকালে হাজিরহাট বাজারের তালপট্টি এলাকায় মাদকসেবীরা ইয়াবা সেবন করছেন, এমন খবরের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় হাতেনাতে তাদের আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে প্রত্যেককে দুই হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এজি