ঢাকা, রবিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিলেটে তিন নারী উদ্যোক্তাকে উইমেন্স চেম্বারের বিশেষ সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৫, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
সিলেটে তিন নারী উদ্যোক্তাকে উইমেন্স চেম্বারের বিশেষ সম্মাননা সিলেটে তিন নারী উদ্যোক্তাকে বিশেষ সম্মাননা দিয়েছে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ

সিলেট: সিলেটে তিন নারী উদ্যোক্তাকে বিশেষ সম্মাননা দিয়েছে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) নগরীর পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয় মাঠে উইমেন্স চেম্বার আয়োজিত বসন্ত উৎসবে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন।

উৎসবে সাংবাদিক বিলকিস আক্তার সুমিকে নির্ভীক নারী উদ্যোক্তা, রন্ধন শিল্পী সাবরিনা খানকে তরুণ নারী উদ্যোক্তা এবং সৃজনশীল নারী উদ্যোক্তা কন্ঠশিল্পী লাভলী দেবকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড.এ কে মোমেন বাঙালির হারানো ঐতিহ্য ধরে রাখেতে এ ধরণের আয়োজন করায় উইমেন্স চেম্বারের ভূয়সী প্রশংসা করে বলেন, এ আয়োজন আমাদের সেই ছোট বেলার কথা মনে করিয়ে দেয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ আশফাক আহমদ, এফবিসিসিআই এর পরিচালক শামীম আহমদ রাসেল, বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ওয়েছ খসরু, সিলেট ক্লাবের সভাপতি শোয়েব চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য এস এম নুনু মিয়া প্রমুখ।

এদিকে, বসন্ত উৎসবে ঘটেছে পিঠার সমাহার। নকশী পিঠা, পাটি সাপটা, দুধ চিতই, সন্দেশ, ডাল পিঠা, খেজুর পিঠা, নারকেল পিঠা, ছোলার ডালের জাম, সমাহার বরফি, রুই মাছের পিঠাসহ বাহারি রকমের বিভিন্ন পিঠা। উৎসবে উপলক্ষে নাচ, গান , কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এনইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।