ঢাকা, রবিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাভারে বাসচাপায় ভ্যানচালক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
সাভারে বাসচাপায় ভ্যানচালক নিহত

সাভার, ঢাকা: সাভারের পাখিজা এলাকায় বাসচাপায় রুবেল (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ ফ্রেরুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, রাতে রুবেল ভ্যান চালিয়ে বাসায় ফিরছিলেন। পথে পাখিজা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস ভ্যানটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করেছে। এছাড়া মরদেহ উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

এ ব্যাপারে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।  

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ১৭, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।