ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ময়মনসিংহে মাদক বিক্রেতা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩১, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
ময়মনসিংহে মাদক বিক্রেতা কারাগারে মাদক বিক্রেতা নোমান কারাগারে, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে ৩০২ পিস ইয়াবা ট্যাবলেট ও নয় বোতল ফেনসিডিলসহ মো. আহসান উল্লাহ ওরফে খান নোমান (৩৭) নামে এক মাদক বিক্রেতাকে আটকের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, এক সংবাদের ভিত্তিতে নগরীর সানকিপাড়া সেনবাড়ি এলাকা থেকে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে নোমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মাদকের চারটি মামলার চার্জশিটভুক্ত আসামি নোমান। তিনি দীর্ঘদিন থেকে ইয়াবা ও ফেনসিডিলের ব্যবস্যা করে আসছিলেন বলেও জানান ওসি কামরুল।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এমএএএম/টিআই

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।