ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভোলায় ৩ মণ ঝাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৫, ফেব্রুয়ারি ২২, ২০১৭
ভোলায় ৩ মণ ঝাটকা জব্দ

ভোলা: ভোলার খেয়াঘাট এলাকা থেকে তিন মণ ঝাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা-ঢাকা রুটের একটি লঞ্চ থেকে এ ঝাটকা জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ সাজ্জাদুর রহমান বাংলানিউজকে জানান, লঞ্চে ঝাটকা বহন করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়।

এসময় ভোলা-ঢাকা রুটের একটি লঞ্চে তল্লাশি চালিয়ে তিন মণ ঝাটকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় এতিমখানায় এসব মাছ বিতরণ করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।