ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাহফিলগামী বাস খাদে পড়ে আহত ১০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৭, ফেব্রুয়ারি ২২, ২০১৭
মাহফিলগামী বাস খাদে পড়ে আহত ১০

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলার রায়পুর এলাকার কাচারীবাড়ি নামক স্থানে মাহফিলগামী একটি বাস খাদে পড়ে ১০ জন আহত হয়েছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঝালকাঠি-বরিশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আকবর হোসেন (৬৫), ইউনুস (২৭), নূর ইসলাম (২৮), মনির হোসেন (২৫), ইব্রাহীম (২৮), সাহেব আলী (৩৫), কামাল হোসেন (৪৫) ও ইব্রাহীমকে (৪৫) বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকী দু’জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা জানান, নড়াইল থেকে বাস নিয়ে বরিশালের চরমনোইয়ের মাহফিলের উদ্দেশে রওয়ান হন তারা। পথে কাচারীবাড়ি নামক স্থানে এলে চালক সড়ক ভুল করে অন্য সড়কে ঢুকে পড়েন। পরে বাসটি ঘোরাতে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।

শেবাচিমের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।