ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাভারে যুবকের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪৪, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
সাভারে যুবকের মরদেহ উদ্ধার

সাভার, ঢাকা: সাভার পৌর এলাকার বনপুকুর এলাকা থেকে নাজমুল রহমান বাপ্পী (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। বাপ্পী ওই এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

নিহতের স্বজনরা জানান, রাতে খাওয়ার পর বাপ্পী তার নিজের রুমে ঘুমাতে যান। সকালে বাপ্পী ঘুম থেকে না ওঠায় দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে জানান সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস।

তিনি বলেন, ময়নাতদন্তের পর এটি হত্যা না আত্মহত্যা জানা যাবে।   এ বিষয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এজি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।