ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ১৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৪, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ১৯ মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃতরা

বাগেরহাট: বাগেরহাটে মাদক বিরোধী অভিযান চালিয়ে নারীসহ ১৯ জন বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত থানা পুলিশের কয়েকটি দল জেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় জেলার ৭টি উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩০ বোতল ফেনসিডিল, দুই কেজি গাঁজা, ২০০ পিস ইয়াবাসহ ১৯ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। যাদের মধ্যে একজন নারী মাদক বিক্রেতাও রয়েছে।

বাগেরহাটের পুলিশ পঙ্কজ চন্দ্র রায় বলেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত থানা পুলিশের কয়েকটি দল জেলার বিভিন্ন এলাকায় ওই বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় তারা নারীসহ ১৯ জনকে গ্রেফতার করে।

এদের মধ্যে বাগেরহাট সদরে নারীসহ পাঁচজন, চিতলমারীতে চার, মোরেলগঞ্জে পাঁচ, মংলায় দুই, কচুয়া, মোল্লাহাট এবং রামপাল উপজেলায় একজন করে মাদক বিক্রেতা রয়েছে। এরা সবাই পেশাদার মাদক বিক্রেতা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাগেরহাটের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।