ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

রোহিঙ্গাদের মানবাধিকার বিষয়ে বাংলাদেশ সচেতন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৯, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
রোহিঙ্গাদের মানবাধিকার বিষয়ে বাংলাদেশ সচেতন সরকারি কর্মকর্তাসহ বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক

কক্সবাজার: বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকার বিষয়ে বাংলাদেশ সচেতন রয়েছে জানিয়েছেন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাসহ বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন।

সভায় বক্তব্য রাখেন- শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার রেজোয়ান অ‍াহমেদ,বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল রকিবুল হক, অতিরিক্ত জেলা জজ ওসমান গনি প্রমুখ।

এ সময় সরকারি পদস্থ কর্মকর্তা ও অ‍ান্তর্জাতিক সাহায্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এসই/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।