ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

নাজিরপুরে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৩, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
নাজিরপুরে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আকরাম শেখ নামে (৬৫) এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে শিশুটির বাবা বাদী হয়ে নাজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

গ্রেফতার আকরাম উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা।

মাটিভাঙ্গা ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাজাদা বাংলানিউজকে জানান, শুক্রবার দুপুরে আকরাম শেখ শিশুটির ঘরে টিভি দেখতে যান। এ সময় তিনি শিশুটিকে যৌন নিপীড়ন করেন।

এ ঘটনায় শিশুটির বাবা মাটিভাঙ্গা ফাঁড়িতে লিখিত অভিযোগ করলে পুলিশ আকরামকে আটক করে। এরপর তাকে নাজিরপুর থানায় হস্তান্তর কর‍া হয়। রাতে থানায় মামলা কর‍া হয়েছে বলে জানান এএসআই শাহাজাদা।

শিশুটির বাবা জানান, শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
আরআর/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।