ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

পুরান ঢাকায় বাসের ধাক্কায় মেডিকেল ছাত্রী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩৯, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
পুরান ঢাকায় বাসের ধাক্কায় মেডিকেল ছাত্রী নিহত

ঢাকা: পুরান ঢাকার নয়াবাজার এলাকায় বাসের ধাক্কায় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ৫ম বর্ষের ছাত্রী সাদিয়া হাসান নিহত হয়েছেন। এসময় আহত হন তার মা শাহিন সুলতানা।  

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিয়া রাজশাহীর রাজপাড়া এলাকার হাসানুজ্জামানের মেয়ে।

জানা যায়, কমলাপুর রেলস্টেশন থেকে সিএনজি অটোরিকশায় চেপে কলেজে যাওয়ার পথে নয়াবাজারে একটি বাস তাদের বহনকারী অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে মা ও মেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহত ছাত্রীর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এজেএস/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।