খাগড়াছড়ি: সকালে খাগড়াছড়িতে শোক র্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জেলা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠন।
বাগেরহাট: বাগেরহাটের বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের জনগণ।
গোপালগঞ্জ: দিবসটি উপলক্ষে গোপালগঞ্জে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। এসময় শহীদদের রুহের মাগফেরাত কমনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরের কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের নেতারা। পরে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে সব শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করে দোয়া, মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর: দিবসটি উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মেহেরপুর কলেজ মোড় এলাকায় শহীদদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতারা। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ।
রাঙামাটি: দিবসটি উপলক্ষে সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য দীপংকর তালুকদার।
নেত্রকোনা: দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা ইউনিট কমান্ড এ সভার আয়োজন করে।
পটুয়াখালী: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জয়বাংলার পাদদেশে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী।
ঝালকাঠি: দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- জেলার পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খান প্রমুখ।
রংপুর: দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট।
ময়মনসিংহ: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিজয় স্তম্ভ ‘চির উন্নত মম শির’- এ পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
এসময় শিক্ষক সমিতি, কর্মকর্তা পরিষদ, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভাগীয় প্রধান, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
আরবি/