বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রংপুরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- বীজ প্রত্যয়ন এজেন্সি রংপুরের নমুনা সংগ্রহ কর্মকর্তা আতিক আহমেদ, রংপুর জেলা ক্যাবের সাধারণ সম্পাদক তুহিন ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবিউল আলম পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবর রহমান প্রমুখ।
জানা যায়, মেয়াদোর্ত্তীণ সার ও বীজ রাখায় মের্সাস উত্তরা অ্যাগ্রো ট্রেডার্সকে ১২ হাজার, মিথ্যা তথ্য দিয়ে বীজ বিক্রির অপরাধে শৈলি ট্রেডার্সকে ১০ হাজার ও ওজনে কম দেওয়ার অপরাধে মাছ ব্যবসায়ী নুরুজ্জামানকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
জিপি