বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, প্রতি বছরের অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার করিমপুর গ্রামে নতুন ধানের চাল দিয়ে নবান্ন উৎসবের আয়োজন করা হয়। নবান্ন উৎসব উপলক্ষে ওই গ্রামে গ্রামীণ মেলা বসে। বিকেলে মেলাতেই বেলুন ফোলানোর সময় একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে শিশুসহ পাঁচজন আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া একজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
এনটি