বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) পর্যন্ত ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
উপজেলাবাসী ওই সড়ক দিয়ে বেগমপুর হয়ে ঢাকায় এবং সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলায় যাতায়াত করেন।
গত ০৬ ডিসেম্বর দুপুরের দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও এলাকায় নলজুর নদীতে নির্মিত নলুজর সেতুর অ্যাপ্রোচটি ধসে পড়ে। ওইদিনই জগন্নাথপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রকৌশলী গোলাম সারোয়ার বলেছিলেন, দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করা হবে।
উপজেলার বাসিন্দা মিরাজ মিয়া বাংলানিউজকে বলেন, ‘সড়কের অ্যাপ্রোচটি কেন মেরামত করা হচ্ছে না, বুঝতে পারছি না। এটি ঠিক না হওয়ায় আমরা যারা বেশি ওই সড়কে চলাচল করি, তারা পড়েছি সীমাহীন দুর্ভোগে’।
উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার বলেন, ‘আমি এ উপজেলায় কিছুদিন আগে যোগ দিয়েছি। সমস্যাটির দ্রুত সমাধানে কাজ করছি। মেরামত কাজ দ্রুত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি, শুক্রবারের (১৫ ডিসেম্বর) মধ্যে কাজ শুরু হয়ে যাবে’।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
এএসআর