বুধবার (২৮ ডিসেম্ববর) দুপুরে সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মৌসুমি জেরিন কান্তার ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমি জেরিন কান্তা বলেন, জেলা প্রশাসনের অনুমতি ছাড়া অবৈধভাবে ভাটা স্থান করে ইট পোড়ানোর অপরাধে ভাটা মালিক মুক্ত রহমানকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ভাটা মালিক মুক্ত রহমান পালিয়ে যাওয়ায় ঘটনা স্থল থেকে তার দুই কর্মচারীকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
আরবি/