ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ৫ শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
রূপগঞ্জে ৫ শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হচ্ছে

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রেস্ট, নগদ টাকা ও সার্টিফিকেট বিতরণের মাধ্যমে পাঁচ শতাধিক মেধাবী ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ইক্বরা কিন্ডার গার্টেন স্কুলের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ২০১৭ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশ উপলক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইক্বরা কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন স্কুলের উপদেষ্টা মাওলানা ফজলুল করিম, সেলিম মোল্লা, শরীফ মোল্লা ও আবুল বাশার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-শিক্ষক আলেয়া বেগম, রোকসানা আক্তার ময়না, সালমা আক্তার, হালিমা আক্তার, মনোয়ারা বেগম, ইসমাইল মিয়া, মাহামুদুল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ২৯ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।