শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে জেলা পুলিশের আয়োজনে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিরা তরুণদের বিপথে পরিচালিত করছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর সাকের্লের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবিরের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন- জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম শফিকুল্লাহ্, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ।
কর্মশালায় শহরের নানা শ্রেণী-পেশার মানুষ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ২৯ ডিসেম্বর, ২০১৭
আরএ