ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নবীনগরে ৬ জনকে কুপিয়ে আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
নবীনগরে ৬ জনকে কুপিয়ে আহত আহতদের একজন। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোসাইপুর বাজারে প্রতিপক্ষের লোকজন ৬ জনকে কুপিয়ে আহত করেছেন।

আহতরা হলেন- উপজেলার ভৈরবনগর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ইমাম মিয়া (৩০), আব্দুল হেকিমের ছেলে রুহেল (২২), জুয়েল (২৫), আলী আজমের ছেলে সাইফুল মিয়া (২০), তাজুল ইসলামের ছেলে মাহবুব (২৪) ও রহিম মিয়ার মোক্তার হোসেন (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভৈরবনগর গ্রামের  মদন মেম্বারের বাড়ির আলমগীর মিয়া রিয়াজউদ্দিনের বাড়ির হেকিম মিয়ার কাছ থেকে টাকা ধার নেন।

পরে বিভিন্ন সময় এ টাকা নিয়ে সালিশও বসে। কিছুদিন আগেও দু’পক্ষের মাঝে তর্কাতর্কি ও হাতাহাতি হয়।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় হেকিম মিয়ার বাড়ির লোকজন গোসাইপুর বাজারে গেলে আলমগীর মিয়ার লোকজন ওঁৎ পেতে থেকে হামলা চালান। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠান স্থানীয়রা।

আহতদের তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।