ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাইলেই উঠতে পারেন দেশের প্রথম বিমান ‘বলাকায়’!

মানসুরা চামেলী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
চাইলেই উঠতে পারেন দেশের প্রথম বিমান ‘বলাকায়’! রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের ভেতরে বলাকা।ছিব: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঘাসের গালিচা বিছানো সবুজ মাঠ। সবুজের ফাঁকে ফাঁকে ইট বিছানো ওয়াকওয়ে। ওয়াকওয়ে ধরে হাঁটলে চোখে পড়ে সারি সারি সাজানো বিমান। 

কোনোটা যাত্রীবাহী, কোনোটা আবার যুদ্ধ ও প্রশিক্ষণ বিমান। মাঠে দাঁড়ানো বিমান দেখে মনে হবে রানওয়েতে দাঁড়ানো, অপেক্ষা রয়েছে আকাশে ডানা মেলার।

দৃশ্যটি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের।

বিমান জাদুঘরের প্রবেশপথ ধরে একটু এগুলে চোখে পড়ে বিশাল যাত্রীবাহী বিমান। বিমানে উঠার মুখে একজনের হাঁকডাক ‘বলাকা বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান। চাইলে ৩০ টাকায় প্রথম বিমান ‘বলাকায়’ উঠুন, ইতিহাসের অংশ হউন!’

অনেক ইতিহাসের সাক্ষী এই বিমানের সামনে লাগানো সাইনবোর্ডে পরিচিতি তুলে ধরা হয়েছে। আগ্রহী হয়ে দর্শনার্থীরাও টিকেট কেটে বিমানে উঠছেন। কেউ কেউ নানা ভঙ্গিমায় ক্যামেরায় পোজ দিচ্ছেন।

উইলবার রাইট এবং অরভিল রাইট বিমান আবিষ্কার করেছিলেন ১৯০৩ সালে। তৎকালীন পূর্বপাকিস্তানে তথা বাংলাদেশে প্রথম যাত্রীবাহী বিমান বলাকা আসে ১৯৫৮ সালে। ১৯৭১ সালের উত্তাল সময়ে স্বল্প সম্পদ আর জনবল নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ বিমান বাহিনী। মুক্তিযুদ্ধ ও সংকটকালীন সময়ে অবদান রাখা বিমান বাহিনীর রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। ইতিহাসের সাক্ষী এই বিমানগুলো ঠাঁই দাঁড়িয়ে রয়েছে বিমান বাহিনীর জাদুঘরে। এখানে রয়েছে স্মৃতি বিজড়িত প্রথম যাত্রীবাহী বিমান। মুক্তিযুদ্ধের রণাঙ্গন কাঁপানো যুদ্ধ বিমানগুলোও রয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের ভেতরের অংশ। ছিব: বাংলানিউজটোয়েন্টিফোর.কমবিমান বাহিনীর এই জাদুঘরে রয়েছে ১৯টি বিমান। এর মধ্যে তিনটি মুক্তিযুদ্ধে ব্যবহৃত হয়। এছাড়া রয়েছে ছোট ছোট বিমানের রেপ্লিকা। ৩০ টাকার টিকেটে জাদুঘরের মনোরম পরিবেশে বিমানগুলো ঘুরে ফিরে দেখতে পারে দর্শনার্থীরা। ঐতিহাসিক স্মৃতি বিজরিত বিমানগুলো দেখলে শরীরে রোমাঞ্চকর অনুভূতির সঞ্চার হয়। পাশাপাশি সুযোগ না পাওয়া মধ্যবিত্ত মানুষের সিটে বসে বিমানের ভেতর দেখার সুযোগ রয়েছে।  

বিমান জাদুঘরের স্কাই পার্কের সম্মুখে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ইন্ডিয়ান এয়ার ফোর্সের ‘ডাকোটা বিমান’ আপনাকে স্বাগত জানাবে। ৫ হাজার পাউন্ড বোম্ব নিয়ে শত্রু মোকাবিলা করতো বিমানটি। মুক্তিযুদ্ধের সময় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। ৩০ টাকার বিনিময়ে এতেও দর্শনার্থীরা উঠতে পারেন।

এই জাদুঘরে দেখতে পাবেন হান্টার বিমান। মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশকে শত্রু থেকে রক্ষা করতে এই বিমানটি ব্যবহার করে। ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীকে এটি উপহার দেয়।  

এখানে মুক্তিযুদ্ধে ব্যবহৃত প্রথম যুদ্ধ জাহাজ রয়েছে। বিমানটি তত্ত্বাবধায়নের দায়িত্বে রয়েছে নরুল হুদা। তিনি বলেন, বিমানটিতে উঠলে মুক্তিযুদ্ধের স্বাদ পাওয়া যাবে। শিশুরা যুদ্ধে বিমান বাহিনীর অবদান সম্পর্কে জানতে পারবে। বিমান জাদুঘরে অন্য রাইড থাকলেও বিমানগুলোতেই মানুষের আগ্রহ বেশি।
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের ভেতরের অংশ। ছিব: বাংলানিউজটোয়েন্টিফোর.কমবিমান জাদুঘরে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছেন সোহান ও তার বন্ধুরা। দেশের প্রথম বিমান বলাকাকে দেখে তাদের ভেতরে গুঞ্জন তৈরি হয়। টিকেট কেটে তারা বিমানে উঠে বসলেন। নানা ভঙ্গিমায় ছবি তোলা তো রয়েছেই।

সোহান জানান, আজকে প্রথম এই জাদুঘরে ঘুরতে এসেছেন। খুব ভালো লাগছে ঐতিহাসিক বিমানগুলো দেখে। বিমানে উঠার শখও মিটলো, ইতিহাসও জানা হলো।

বিমান বাহিনী জাদুঘরের অভ্যন্তরে রয়েছে স্কাই পার্ক। সবুজ তৃণ আচ্ছাদিত স্কাই পার্কের প্রবেশ মূল্য ২০ টাকা। এতে রয়েছে জিরাফ, ঘোড়া, বাঘসহ শিশুদের জন্য নানা রকম বিনোদনের মাধ্যম। আলাদা টিকেট কেটে রেঞ্জার, সুইংচেয়ার, ব্রেক ডান্স, জ্যাম্পিং ফ্রগ, স্পিড কার, বেবি ট্রেনসহ বিভিন্ন রাইডে উঠার সুযোগ রয়েছে। বোটে করে লেকে ঘুরে বেড়ানোর ব্যবস্থাও রয়েছে। বিশেষ আর্কষণ সেভেন ডি মুভি থিয়েটার। দেখতে পাবেন হরর, ফ্যান্টাসি ও আডভ্যাঞ্চার মুভি। আপনাকে নিয়ে যাবে ভয়ঙ্কর ভূতের আস্তানায় বা কঠিন মৃত্যুপথে। থিয়েটার টিকিটের মূল্য জনপ্রতি ১০০ টাকা।  
    
জাদুঘরটি সোম থেকে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা। রোববার সাপ্তাহিক বন্ধ। কর্মব্যস্ত নগর জীবনের অবসাদ কাটাতে ছুটির দিনটিতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে আসতে পারেন বিমান জাদুঘর থেকে।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এমসি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।